খালেদা বাসায় ফেরায় বিএনপি নেতারা হতাশ: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৪৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ-ফাইল ছবি

খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরায় বিএনপির কর্মীরা খুশি হলেও নেতারা হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরাতে বিএনপি নেতারা হতাশ কারণ তাকে বিদেশে নেয়ার জন্য তাদের দেশব্যাপী যে সভা-সমাবেশ আন্দোলন করছিল, তাতে পানি ঢেলে দিয়েছে ডাক্তাররা। ডাক্তারেরা বলছেন, তিনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন এবং তার যে সমস্যাগুলো রয়েছে তা আর্থারাইটিসসহ বার্ধক্যজনিত।

কোনো ডাক্তার কি কখনো কোনো সংকটাপন্ন রোগীকে বাড়িতে পাঠায় প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, রিজভী সাহেব হতাশ হয়ে আবোল-তাবোল বকছেন। অপরদিকে কর্মীরা চেয়েছিলেন বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তারা স্বস্তি প্রকাশ করছেন, কিন্তু এতে নেতাদের মনে স্বস্তি নেই।

তিনি বলেন, এ বিষয়ে মিথ্যাচার করেছে বিএনপি। আন্দোলনের কথা বলে বিএনপির নেতারা তাদের কর্মীদের বিভ্রান্ত করছিলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, দেশবিরোধী অপতৎপরতায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

দেশবিরোধী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, দেশবিরোধী নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। দেশের অগ্রগতি যাদের পছন্দ হচ্ছে না, তারাই ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ ব্যাপারে সম্পাদক ফোরামকে ভূমিকা রাখার তাগিদ দেন ড. হাছান মাহমুদ।


আপনার মূল্যবান মতামত দিন: