খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৫ ডিসেম্বর ২০২১, ০৬:৪২

আইনমন্ত্রী আনিসুল হক-ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেওয়ার দাবির বিষয়ে শিগগির আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শুক্রবার মন্ত্রী বলেন, 'আপনারা কয়েক দিনের মধ্যে এই বিষয়ে আমার সিদ্ধান্ত জানতে পারবেন। এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। আমি এর আগে ২ বার খুব দ্রুত সিদ্ধান্ত দিয়েছিলাম।'

তিনি আরও বলেন, 'বিএনপিপন্থী ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। তাদের বক্তব্যের কোনো আইনি ভিত্তি আছে কি না, তা আমি ব্যাপকভাবে খতিয়ে দেখেছি। আমি আমার আইনি ব্যাখ্যায় যা বলেছি তা সঠিক এবং আমি সেই হিসেবে সিদ্ধান্ত নিয়েছি।'

কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক অপরাধ বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, 'এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।'

তিনি আরও বলেন, 'সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যা এবং একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এর চেয়ে বড় উদ্যোগ আর কিছু হতে পারে না।'

কেউ আইনের ঊর্ধ্বে নয়, জনগণ যাতে তা বুঝতে পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।


আপনার মূল্যবান মতামত দিন: