ফুটেজ দেখে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: কাদের

সময় ট্রিবিউন | ৪ ডিসেম্বর ২০২১, ২৩:৫৬

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনরত বেশিরভাগ শিক্ষার্থী ঘরে ফিরে গেলেও একটি বিশেষ এলাকায় আন্দোলন চলছে বলে এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (০৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের বেশিরভাগ দাবিই যৌক্তিক। তবে শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক উস্কানিও প্রমাণিত। ভিডিও ফুটেজ দেখে উস্কানিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


আপনার মূল্যবান মতামত দিন: