হাফ পাসের দাবি শতভাগ যৌক্তিক: ইলিয়াস কাঞ্চন

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২১, ০৭:৫১

নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন-ছবি সংগৃহীত

হাফ পাসের দাবিতে ছাত্রদের আন্দোলন শতভাগ যৌক্তিক বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন। 

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদের এই আন্দোলনকে আমি সমর্থন করি। সিটি করপোরেশনের গাড়ি তো দিনের বেলা চলার কথা নয়। অথচ দিনের বেলা চলে বুধবার একজনকে মারল, বৃহস্পতিবার একজনকে মারল। সরকারকে এটা বুঝতে হবে যে, সিটি করপোরেশনের গাড়ি দিনের বেলা চলছে এবং মানুষ মেরে ফেলছে। এগুলো কেন ঘটছে, সরকারকে এগুলো খুঁজে বের করতে হবে। সড়কে মৃত্যু দুর্ঘটনা না।

ইলিয়াস কাঞ্চন বলেন, ভাড়ার বিষয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এটা তাদের প্রাপ্য। যা প্রাপ্য তার জন্য আন্দোলন করতে হবে কেন? পরিবহন শ্রমিক, মালিকদের কিছু বলা হচ্ছে না বলে তাঁদের সাহস বেড়ে গেছে। নেতারা তাঁদের সাহস বাড়িয়ে দিয়েছেন। এ জন্য তাঁরা যাত্রী, শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করছেন। সড়ক, পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করে সবার জন্য নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন: