জাহাঙ্গীর আলম মেয়র থাকবেন কি না?

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২১, ০৬:১৬

ছবিঃ সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আজীবন বহিষ্কার করার পর তিনি মেয়র পদে থাকতে পারবেন কি না তার সঠিক কোনো জবাব দিতে পারেননি স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (২০ নভেম্বর) ঢাকার সোনারগাঁ হোটেলে ড্যাপ নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সে সময় তাকে জাহাঙ্গীরের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়র পদে থাকবে কি না, এ বিষয়টা আইন পর্যবেক্ষণ না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। আইন দেখে পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে। এখন মেয়র আছে। কতদিন থাকবে, সেটা আইন দ্বারা নিষ্পত্তি করা হবে।’ তবে দল থেকে বহিষ্কৃত হলে কী হবে, সে বিষয়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। তবে নৈতিক স্খলনজনিত অপরাধে মেয়রদের কেউ আদালতে দণ্ডিত হলে তাকে অপসারণের বিধান আইনে রয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: