মিথ্যাচার না করে সাহসের সঙ্গে সমালোচনা করুন। সমালোচনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সমাজের, সরকারের ত্রুটি বিচ্যুত, ব্যর্থতা গাফিলতি তুলে ধরতে হবে। এটাই গণমাধ্যমের কাজ। দেশের চালচিত্র তুলে ধরবেন কিন্তু মিথ্যাচার করবেন না, গুজব রটাবেন না। অপর পক্ষের কথা শুনবেন।
সোমবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে স্বদেশ বিচিত্রার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রের স্বকীয়তা সমালোচনা শোনার রাজনৈতিক ধৈর্য, প্রশাসনের ধৈর্য, সরকারের ধৈর্যের ওপর নির্ভর করে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: