রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে বেলজিয়াম

সময় ট্রিবিউন | ২৯ অক্টোবর ২০২১, ০০:৪৭

ছবিঃ সংগৃহীত

বেলজিয়াম রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি থিওডোরা জেন্টজিস এ প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি বলেন, রোহিঙ্গা সংকট কোনো জাতীয় ইস্যু নয়, এটি আঞ্চলিক সমস্যা। বেলজিয়াম রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে।

চতুর্থ বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক পরামর্শ সভায় যোগ দিতে বেলজিয়ামে রয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: