২৮ এপ্রিলের পর গণপরিবহন চালুর ইঙ্গিত

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ০০:১৪

ফাইল ছবি

আগামী ২৮ এপ্রিলের পর গণপরিবহন চালুর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

শুক্রবার সরকার পুনরায় শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বাস ও মিনিবাস চলাচল শুরু করার দাবি জানিয়েছন। এরই প্রেক্ষিতে গণমাধ্যমকে ২৮ এপ্রিল থেকে গণপরিবহণ চালুর ইঙ্গিত দিয়েছেন এনায়েত উল্লাহ।

তিনি জানান, তারা ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তবে, এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘২৮ এপ্রিল চলমান “লকডাউন” শেষ হয়ে গেলে, তারা বাস চলাচল শুরু করতে চান।’

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।’


আপনার মূল্যবান মতামত দিন: