ভার্চুয়াল আদালত ডিজিটাল বাংলাদেশের সুফলগুলোর মাঝে অন্যতম: রাষ্ট্রপতি

সময় ট্রিবিউন | ১ অক্টোবর ২০২১, ০৩:৩৫

বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কার্টের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন-ছবি পিআইডি

ভার্চুয়াল আদালত ডিজিটাল বাংলাদেশের সুফলগুলোর মাঝে অন্যতম বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কার্টের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন বলেন, “প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সুপ্রিম কোর্টের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

“রাষ্ট্রপতি করোনাভাইরাস মহামারীকালে ভার্চুয়াল আদালত চালু করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি বলেছেন ডিজিটাল বাংলাদেশের সুফলগুলোর মাঝে এটি অন্যতম।”

প্রতিনিধিদলে ছিলেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি সহিদুল করিম।


আপনার মূল্যবান মতামত দিন: