আজ জাতীয় কন্যাশিশু দিবস

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৯

ছবিঃ সংগৃহীত

সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস। এ বিষয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে হব সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ব এ জন্য র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে। 

এ ছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ অক্টোবর পালিত হবে বিশ্ব শিশু দিবস। দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমৃদ্ধ বিশ্ব গড়ি, শিশুর জন্য বিনিয়োগ করি’।

উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।

 


আপনার মূল্যবান মতামত দিন: