করোনায় যেন অন্য চিকিৎসা ব্যাহত না হয়: রাষ্ট্রপতি

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪১

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসের রোগীদের দিকে নজর দিতে গিয়ে অন্য রোগের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি করোনা মোকাবিলায় বিএসএমএমইউর ভূমিকার প্রশংসা করেন এবং চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 

রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে রোগ নির্ণয়, চিকিৎসা সেবা এবং রোগী ও স্বজনদের প্রতি সেবা প্রদানকারীদের আচরণের ক্ষেত্রে সর্বোচ্চ আস্থা ও স্বস্তির জায়গায় পরিণত করতে হবে। বিএসএমএমইউকে চিকিৎসা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন: