আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০

ছবিঃ সংগৃহীত

আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের মহাত্মা গান্ধীর জীবনী-নির্ভর তথ্যচিত্র তথা বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর প্রদর্শনী।

ঢাকার ভারতীয় হাইকমিশন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শনিবার থেকে ১১ অক্টোবর পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে ১৬ দিনব্যাপী বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী হবে। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করেন।


আপনার মূল্যবান মতামত দিন: