১৬০ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯

ছবিঃ সংগৃহীত

স্থগিত ১৬০ ইউনিয়ন পরিষদের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট চলছে। একইসঙ্গে নয়টি পৌরসভায় সাধারণ এবং দুটি উপজেলায় উপ নির্বাচন চলছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান জানান, সকাল ৮টায় নির্ধারিত সময়ে এসব ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে।

“শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনো সমস্যা নেই। আমাদের মনিটরিং টিম খোঁজ খবর রাখছে। আমরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি।”

তিনি জানান, এসপি ও রিটার্নিং অফিসারদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে রিটার্নিং অফিসারের চাহিদা অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: