লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ০৩:৪৩

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া লকডাউন আগামীকাল (১১ আগস্ট) থেকে শিথিল হচ্ছে। ফলে শতভাগ আসনে যাত্রী নিয়ে বুধবার থেকে লঞ্চ চলাচল করবে। এছাড়া লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। নতুন করে লঞ্চের ভাড়া বাড়ছে না।


আপনার মূল্যবান মতামত দিন: