আজ পর্দা নামছে একুশে বইমেলার

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ১৮:২৭

ছবিঃ সংগৃহীত

করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে নির্ধারিত সময়ের দুই দিন আগে আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা।

সোমবার ২৬ দিনের মাথায় এবারের বইমেলার পর্দা নামছে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া মেলা পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত থাকলেও তা দুই দিন কমিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বইমেলার সমাপ্তি ঘোষণা করা হলেও এবার তেমন কিছু থাকছে না বলে জানিয়েছে বাংলা একাডেমি। শেষ দিনে বইমেলা দুপুর ১২টায় খুলবে এবং বিকাল ৫টায় বন্ধ হয়ে যাবে।

সাধারণত প্রতি বছরের ১ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়ে চলে পুরো মাস। এবার করোনা ভাইরাস মহামারির কারণে অনিশ্চয়তায় পড়ে বইমেলা। করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছর একুশে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার কথা উঠেছিল। পরে অনিশ্চয়তা কাটিয়ে গত ১৮ মার্চ উদ্বোধন করা হয় ৩৭তম অমর একুশে বইমেলার। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছিল। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়। পরে ৫ এপ্রিল থেকে সাত দিনের বিধি-নিষেধ আরোপ করা হলেও বইমেলা বন্ধ করা হয়নি। এই পরিস্থিতিতেও প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একুশে বইমেলা চলছে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ প্রতিরোধে গত ১ এপ্রিল চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্র ও অন্যান্য মেলা অবিলম্বে বন্ধের সুপারিশ করেছিল জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।


আপনার মূল্যবান মতামত দিন: