পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে খোলা হবে ‘বঙ্গবন্ধু কর্নার’

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ০৮:৪৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-ফাইল ছবি

ভারতের পাঞ্জাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’তে বঙ্গবন্ধু কর্নার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাখা হবে। তাঁর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ থাকবে বঙ্গবন্ধু কর্নারে। এ ছাড়া সেখানে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে লেখা বিভিন্ন বই থাকবে সেখানে।

মঙ্গলবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান ও লাভলি বিশ্ববিদ্যালয়ের আচার্য অশোক মিত্তলের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও বঙ্গবন্ধু কর্নার খোলার বিষয়ে হাইকমিশন ভারত সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৫০টি দেশের ৩ হাজার বিদেশি শিক্ষার্থীসহ প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন, যাঁদের মধ্যে ৭০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে খোলা হবে ‘বঙ্গবন্ধু কর্নার’

ভারতের পাঞ্জাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’তে বঙ্গবন্ধু কর্নার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাখা হবে। তাঁর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ থাকবে বঙ্গবন্ধু কর্নারে। এ ছাড়া সেখানে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে লেখা বিভিন্ন বই থাকবে সেখানে।

মঙ্গলবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান ও লাভলি বিশ্ববিদ্যালয়ের আচার্য অশোক মিত্তলের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও বঙ্গবন্ধু কর্নার খোলার বিষয়ে হাইকমিশন ভারত সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৫০টি দেশের ৩ হাজার বিদেশি শিক্ষার্থীসহ প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন, যাঁদের মধ্যে ৭০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: