রোগীদের আবাসিক হোটেলে স্থানান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ০৪:৩১

ছবিঃ সংগৃহীত

আজ সচিবালয়ে করোনা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আক্রান্ত ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সাধারণ রোগীদের বিভিন্ন আবাসিক হোটেলে স্থানান্তর করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন ক্রিটিক্যাল রোগীর জন্য হাসপাতালের আইসিইউসহ সার্বিক সুবিধা প্রয়োজন হয়। সেই তুলনায় সাধারণ রোগীর ক্ষেত্রে সেটি না হলেও চলে। এ জন্য জরুরি সুবিধা দিতে এসব ক্রিটিক্যাল রোগীদের জন্য হাসপাতালে সুবিধা বাড়ানো হবে।

তিনি বলেন, 'অপরদিকে সাধারণ রোগীকে বিভিন্ন আবাসিক হোটেলে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হবে। এতে হাসপাতালে শয্যা সংকট কাটবে বলে জানান তিনি। এজন্য বিভিন্ন আবাসিক হোটেল খোঁজা হচ্ছে।' যারা মাস্ক পরবে না, তাদের কিছু জরিমানা করতে পুলিশকেও ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে অধ্যাদেশ জারি করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হয়তো বা আমরা সেদিকেও যাব।

মন্ত্রী আরও বলেন, 'এক সপ্তাহে এক কোটি টিকা দেওয়া হবে। সরকারের হাতে এখন প্রায় সোয়া কোটি টিকা আছে। তাছাড়া এ মাসে আরও প্রায় এক কোটি টিকা হাতে এসে পৌঁছাবে।'


আপনার মূল্যবান মতামত দিন: