১২ ও ১৩ এপ্রিলও থাকবে লকডাউনের ধারাবাহিকতা: কাদের

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ১৮:২৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-ফাইল ছবি

প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে আগামীকাল ১২ ও পরশু ১৩ এপ্রিল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১১ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এমন পরিস্থিতিতে মাঝের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে তা নিয়ে প্রশ্ন উঠে। এ বিষয়ে কথা রোববার গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: