শিক্ষার্থীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্র দেখানোর নির্দেশ

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২১, ০০:০৩

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির পোস্টার- ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে সব শিক্ষক ও ছাত্রছাত্রীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি দেখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বুধবার (২৮ জুলাই) এই নির্দেশনা জারি করেন।

এতে বলা হয়, ‘সিনেবাজ লিমিটেডে’র ওয়েবসাইট (www.cinebaz.com) ও অ্যাপস (http://cutt.ly/7mHvCaq) থেকে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি বিনামূল্যে দেশের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীর দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। আদেশে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেশের প্রতিটি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজে দেখানো হবে সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। পিংকি খান প্রযোজিত ছবিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও যৌবনে রাজনীতিতে যুক্ত হওয়ার বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে। অভিনয় করেছেন শান্ত খান, প্রার্থনা ফারদিন দীঘি, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিবা শানুসহ অনেকে।

পরিচালক সেলিম খান বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। সেখানে বলা হয়েছে, ছবিটি দেশের সব স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের দেখানোর ব্যবস্থা করতে। এমন নির্দেশনা পেয়ে আমি গর্বিত। মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনির (এমপি) কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তাঁর ছেলেবেলা থেকে শুরু করে রাজনীতিতে যোগ দেওয়ার বিভিন্ন ঘটনা বর্তমান প্রজন্মের কাছে অজানা। ছবিটি দেখে তারা সেটা জানতে পারবে।’



আপনার মূল্যবান মতামত দিন: