করোনায় আক্রান্ত ৩২৫ বিচারক ও ৬৪০ কর্মচারী

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২১, ২২:৫৪

ছবি : ইন্টারনেট

করোনা মহামারির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বুধবার (২৮ জুলাই) পর্যন্ত অধস্তন আদালতের ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন সহায়ক কর্মচারী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার(২৯ জুলাই) সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৪ জন। ২ জন বিচারক কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত সহায়ক কর্মচারীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন এবং ৮ জন মারা গেছেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে অধস্তন আদালতের ৫৯ জন বিচারক এবং ১৪৩ জন সহায়ক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

 


আপনার মূল্যবান মতামত দিন: