-2021-07-29-16-52-58.jpg)
করোনা মহামারির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বুধবার (২৮ জুলাই) পর্যন্ত অধস্তন আদালতের ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন সহায়ক কর্মচারী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার(২৯ জুলাই) সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৪ জন। ২ জন বিচারক কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত সহায়ক কর্মচারীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন এবং ৮ জন মারা গেছেন।
তিনি আরও বলেন, এই মুহূর্তে অধস্তন আদালতের ৫৯ জন বিচারক এবং ১৪৩ জন সহায়ক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: