এবার মদনপুরের জঙ্গি আস্তানায় অভিযান, নেতৃত্বে সোয়াত

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ০৯:০৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পর এবার মদনপুরের কেওডালা এলাকায় ঘিরে রাখা টিনশেড বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াত টিমের সদস্যরা।-ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পর এবার মদনপুরের কেওডালা এলাকায় ঘিরে রাখা টিনশেড বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াত টিমের সদস্যরা।

রোববার রাত পৌনে ৩টার দিকে টিমের সদস্যরা ওই বাড়িতে প্রবেশ করেন। এর পর পরই ওই বাড়িতে ঢোকেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘তারা সেকেন্ড অ্যাটাকের পরিকল্পনা করেছে। আমরা সবাই সতর্ক থাকব।’

এর আগে আড়াইহাজারের পাঁচবাড়িয়ায় জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ওই বাড়ির ভেতরে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এ সময় কেউ আটক হয়নি।

সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর রোববার রাত ১১টার দিকে নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পাশের সাদা রঙের বাড়িতে ঢোকে টিমের সদস্যরা। এর পর পরই বাড়ির ভেতর থেকে তিনটি বিকট শব্দ ভেসে আসে।

বাড়ি ঘিরে রাখার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান বলেন, ‌‘বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে আমাদের বোম্ব ডিসপোজাল টিম তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। তারা অনেক শক্তিশালী বোমা তৈরি করেছে।’



আপনার মূল্যবান মতামত দিন: