মামুনুল সমর্থকদের হামলা: আহত আ. লীগ কর্মীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৭ এপ্রিল ২০২১, ১৮:৫৭

গত শনিবার নারায়ণগঞ্জে হেফাজত নেতা মামুনুলের রিসোর্টকাণ্ডের পর হেফাজতকর্মীরা ভাংচুর চালায়। ফাইল ছবি

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের অনুসারীদের হামলায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহত এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন।

মঙ্গলবার গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মহিবুল্লাহ (৫৪) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। মহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম গণমাধ্যমকে বলেন, গত শনিবার নারায়ণগঞ্জের রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর রাঙ্গুনিয়ায় তার সমর্থনে কিছু লোক মিছিল বের করে। ওই মিছিল থেকে মহিবুল্লাহ, আব্দুল জব্বার ও দিলদার আজম লিটন নামে তিনজনের ‍ওপর হামলা চালানো হয়। স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও সে মিছিলে ছিলেন।

তিনি বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মহিবুল্লাহকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

এএসপি শামীম জানান, হামলার ওই ঘটনায় আহত আব্দুল জব্বার বাদী হয়ে একটি এবং পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। দুই মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৩০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। পুলিশ এ পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামি।

এর আগে গেল শনিবার বিকালে সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে হেফাজত কর্মীরা ওই রিসোর্টে হামলা ও ভাংচুর চালিয়ে তাকে নিয়ে যায়। পরে হেফাজতকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাংচুর চালায়। শতাধিক যানবাহনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ও ভাংচুর করে তারা।



আপনার মূল্যবান মতামত দিন: