কমছে করোনা টিকার নিবন্ধনের বয়স

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২১, ২২:৫৩

ছবি : ইন্টারনেট

দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে টিকা নিবন্ধনের বয়স কমিয়ে ৩৫ বছর করা হচ্ছে। সোমবার (৫ জুলাই) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। দুই এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বয়স কমানোর পাশাপাশি টিকা নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে করোনার টিকা নিবন্ধনের ক্ষেত্রে ৪০ বছরের বাধ্যবাধকতা রয়েছে। তবে বিজ্ঞপ্তি জারি হলে এটি কেটে যাবে।

অধিদফতরের শনিবারের টিকাবিষয়ক তথ্য অনুযায়ী, টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেয়া হয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: