কেরানীগঞ্জে সড়ক নিরাপত্তায় সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১৮ জুন ২০২১, ০৬:৩৯

ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে শুনশান এলাকার রাস্তাগুলোতে ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনসাধারণ, অটো রিকশা চালক ও সিএনজি চালকরা। ডাকাত দলের ভয়ে রাত আটটা নয়টার পর এই রাস্তায় আসতে চায় না কোন যানবাহন, এতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে।

১৭জুন (বৃহস্পতিবার) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম মিয়া শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকার  রাস্তা পরিদর্শনে আসেন। এ সময় তিনি নিজ উদ্যোগে রাস্তাটির ঝোপঝাড় পরিষ্কার করেছেন এবং জনস্বার্থে রাস্তাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, এই রাস্তাটিতে রাত হলেই মাদকের আসর বসে এবং ছিনতাই ও ডাকাতি হয় এরকম একাধিকবার লিখিত অভিযোগ করা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়। এ বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, কেরানীগঞ্জ মডেল থানা আটিবাজার ফাঁড়ি ইনচার্জ দিদারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মূল্যবান মতামত দিন: