সিলেটে মিলল নতুন গ্যাসক্ষেত্র

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২১, ০১:৫৭

সিলেটে জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে অনুসন্ধান করে কূপে বড় ধরনের সম্ভাবনা খুঁজে পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)-ছবি সংগৃহীত

সিলেটে জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে অনুসন্ধান করে কূপে বড় ধরনের সম্ভাবনা খুঁজে পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এটি বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানি।

তবে বাপেক্সের উপমহা ব্যবস্থাপক মো. মঞ্জুরুল হক বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যথাযথ পর্যবেক্ষণ করে বলা যাবে এখানে উত্তোলনযোগ্য গ্যাস আছে কিনা।

সংশ্লিষ্টরা জানান, এ কূপের অভ্যন্তরে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) চাপ রয়েছে। আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজার পিএসআইর বেশি। প্রথমত একটি স্তরের টেস্ট চলছে। কূপটিতে মোট চারটি স্তুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স।

সীমান্ত উপজেলা জকিগঞ্জের নতুন এই ফিল্ড থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র এবং ৪৬ কিলোমিটার দূরে গোলাপগঞ্জ গ্যাসক্ষেত্র রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: