পুকুরে মাছ ধরার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২১, ১৯:১৫

মরদেহ-প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকশা উপজেলার রতনপুরে পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন নামে যুবককে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় চেয়ারম্যান ও তার ছেলেরা।

সোমবার (১৪ জুন) রাতে চেয়ারম্যান আয়ুব আলীর মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিনকে পিটিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার (১৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জসিম উদ্দিন একই গ্রামের রওশন আলীর ছেলে।

চিকিৎসক জানান, মাথায় গুরুতর আঘাতে মারা গেছেন জসিম। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় চেয়ারম্যানের স্ত্রী ও ভাতিজাকে আটক করেছে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর বহমান জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। কি কারণে হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের স্ত্রী ও ভাতিজাকে আটক করেছে পুলিশ।


আপনার মূল্যবান মতামত দিন: