সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২১, ২২:৪০

শুক্রবার সকালে সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস করতে খুলে দেয়া হয় পাবনা শহরের শালগাড়িয়া এলাকার আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ-ছবি সংগৃহীত

করোনায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে খোলা হলো পাবনা শহরের শালগাড়িয়া এলাকার আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।

শুক্রবার সকালে সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস করতে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয় কয়েকশ’ স্কুল শিক্ষার্থী। বেসরকারি এই শিক্ষা স্কুলটিতে প্রভাতী ও দিবা শাখা মিলিয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন চার শতাধিক।

শিক্ষকরা বলছেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের স্কুলে এনে কোচিংয়ের মতো করে পড়ানো হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামের দাবি, অভিভাবকদের ক্রমাগত চাপ এবং শিক্ষকদের বেতন দিতেই খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

এদিকে স্কুল খোলা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে।

এদিকে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।



আপনার মূল্যবান মতামত দিন: