সিরাজদিখানে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ০০:৩০

ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৃষ্টির সময় মাঠে খেলতে গিয়ে অপূর্ব বর্মণ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অপু বর্মণ (২১) ও পরিচয় বর্মণ নামের দুই যুবক।

৬জুন (রবিবার) বিকেল ৩টায় উপজেলার শেখেরনগর মাঠে ফুটবল খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব উপ‌জেলার শেখরনগর ইউনিয়নের শেখেরনগর জেলে পাড়া গ্রামের স্বপন বর্মণের ছেলে। সে আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের এইচ এসসি পরীক্ষার্থী। আহত অপর দুইজনের বাড়িও একই গ্রামে।

সিরাজদিখানের শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির শেখ হতাহতের পরিচয় নিশ্চিত করেছে।

এসময় নাসির শেখ বলেন, দুপুরের বৃষ্টিতে রায় বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন স্কুল মাঠে ফুটবল খেলতে ছিল যুবকরা । ওই সময় বজ্রপাতে অপূর্ব বর্মণ নামের এক ছাত্র মারা যায় এবং অপর দুইজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে ।


আপনার মূল্যবান মতামত দিন: