ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুভর্তি ট্রাকচাপায় দুই কৃষক মারা গেছেন।
সোমবার সকালে উপজেলার খুরশিদমহল সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হলেন- মানিক মিয়া (৩৩) উপজেলার খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে ও একই এলাকার মো. মাসুম (১৭) নূর হোসেনের ছেলে।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, সকালে উপজেলার খুরশিদমহল সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা বালুভর্তি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: