মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২৪, ১৮:০০

প্রতীকী ছবি

এই মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি।

ব্যাপক তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে পড়ছে খেটেখাওয়া মানুষ ও রোজাদারদের দৈনন্দিন জীবন। ভ্যাপসা গরমের কারণে দিনের বেলা লোকজন বাইরে তেমন বের হচ্ছেন না।

গত ১ এপ্রিল থেকে দেশের বেশ কিছু জেলার মত চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়েও মৃদ ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান পরামর্শ দিয়ে বলেন, তাপপ্রবাহের কারণে হিটস্টোকের ঝুঁকি থাকে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দেওয়া হচ্ছে। 

এছাড়াও রোজাদারদের সন্ধ্যার পর থেকে তরল পানীয় জাতীয় খাবার ও ফলমূল খেতে বলা হচ্ছে। শিশু-কিশোর ও যারা রোজায় থাকছেন না তাদের ঘন ঘন পানি ও শরবত পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: