ইসির সঙ্গে বৈঠকে মানবাধিকার কমিশন

সময় ট্রিবিউন | ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮

ইসির সঙ্গে বৈঠকে মানবাধিকার কমিশন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন। অন্যদিকে, সিইসি ও কমিশনাররা উপস্থিত আছেন।

জানা গেছে, নির্বাচনে ২৭টি দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলে এক হাজার ৮৯৫ জন প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকে। এসব বিষয়ে আলোচনা হবে বৈঠকে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচার, যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।



আপনার মূল্যবান মতামত দিন: