হোটেলের জন্য ৩০০ মৃত মুরগি ড্রেসিং করছিল রাসেল!

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ২২:১২

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে মৃত মুরগি ড্রেসিংয়ের অভিযোগে রাসেল (২৫) নামে এক যুবকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (২২ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ জেল-জরিমানা করেন।

আটক যুবক একটি মুরড়ি ফার্মের কর্মচারী এবং আবুবকরপুর ইউনিয়নে বাসিন্দা মৃত শহিদুলের ছেলে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (২৩ মে) সকাল পর্যন্ত তিনি চরফ্যাশন থানা পুলিশের হেফাজতে ছিলেন।

চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, রাতে আবু বকরপুর ইউনিয়নের শাহে আলমের মুরগির ফার্ম থেকে ৩০০ পিস মরা মুরগি জবাই করে চরফ্যাশনে নিয়ে আসেন ওই যুবক। বাজারের মুরগির পট্টিতে মৃত ওইসব মুরগি ড্রেসিং করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তবে উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। মরা মুরগিগুলো চুক্তিকৃত চরফ্যাশন বাজারের হোটেলে দেওয়ার কথা ছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন: