আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা ১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে, গত ১৮ নভেম্বর সাকিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। মঙ্গলবার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন টাইগার অরাউন্ডার সাকিব আল হাসান।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: