ইউক্রেনের কিয়েভে ভয়াবহ হামলা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩, ১৪:০২

সংগৃহীত ছবি

গাজা-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে হারিয়ে যেতে বসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর। এমনই প্রেক্ষাপটে ৫২ দিন পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ নভেম্বর) হামলার আগে শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে সতর্ক করা হয়। বিমান হামলার পর প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শনিবার ভোরে এ হামলার সময় ‘জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়’। ক্লিটসকো বলেন, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে— ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রুশ এসব ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছ থেকে খেরসনের মুক্তির প্রথম বার্ষিকী পালন করার সময় এ হামলার ঘটনা ঘটে। শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনীয় এ প্রেসিডেন্ট ‘বিশ্বকে তাদের প্রতিরোধের মাধ্যমে অনুপ্রাণিত করার’ জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেন।

এদিকে কিয়েভ থেকে প্রায় ২৭৫ মাইল (৪৪২ কিমি) দূরে উপকূলীয় জেলা ওডেসাতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।


আপনার মূল্যবান মতামত দিন: