ওবায়দুল কাদের

দেশে ৫৮ লাখ ৫১ হাজার ৮২৭টি অনুমোদিত মোটরযান রয়েছে

নিজস্ব প্রতিবেদক | ২৫ অক্টোবর ২০২৩, ২০:৪৫

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে ৫৮.৫১ লাখের বেশি অনুমোদিত বৈধ মোটরযান রয়েছে।

তিনি বলেন, দেশে প্রায় ৫৮ লাখ ৫১ হাজার ৮২৭টি মোটরচালিত বৈধ যানবাহন রয়েছে। এই যানবাহনগুলি সড়কে চলার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দ্বারা বৈধভাবে প্রত্যায়িত হয়েছে।’

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেনজির আহমেদের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, নতুন প্রণীত সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো ব্যক্তি বা মোটর গাড়ির মালিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া সড়ক, মহাসড়ক বা সর্বজনীন স্থানে মোটরযান চালানোর অনুমতি পাবেন না।

সরকারি দলের অপর সদস্য সদস্য শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে দেশে মোট ১ হাজার ৩৫০টি বাস রয়েছে। বান্দরবান জেলা ছাড়া সারাদেশের ৬৩টি জেলায় বিআরটিসির এসব বাস চলাচল করছে।

তিনি জানান, সরকারের ১০০টি ডাবল ডেকার ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: