'দেশেই জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করা সম্ভব'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ জুন ২০২৩, ০৪:১৬

সংগৃহীত ছবি

বিভিন্ন ধরনের জটিল রোগের অনেক ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানিতে যেমন সময় ব্যয় হয় অন্যদিকে ওষুধের দামও অনেক বেশি পড়ে। কিন্তু দেশেই অনেক ওষুধ কোম্পানি রয়েছে সেসব কোম্পানি এ ধরনের ওষুধ তৈরি করতে সক্ষম বলে মন্তব্য করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইমিরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

শনিবার (১০ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত পালমোনারি হাইপারটেশন বিষয়ক প্রথম বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে এসব ওষুধ উৎপাদন করতে পারলে জীবন রক্ষাকারী ওষুধ প্রাপ্তি যেমন সহজলভ্য হতো আবার ওষুধের দামও হতো তুলনামূলক. কম। এক্ষেত্রে চিকিৎসকরা যদি উদ্যোগ নেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে আমি অবশ্যই সহায়তা করবো।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, ইউজিসির অধ্যাপক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, প্রখ্যাত বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ অতিকুল হক, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অধ্যাপক ডা. মো. আবু শাহীন, প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: