'জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের মুরুব্বি বিএনপি'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ জুন ২০২৩, ০২:৩৮

সংগৃহীত ছবি

জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের মুরব্বি বিএনপি। এর মানে তারা আগুন সন্ত্রাস ও ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১০ জুন) বিকেলে রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা তো তাদের (বিএনপি) ডাকছি না। সাধিলে আবার খাইবো। তত্ত্বাবধায়ক মানলে, শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট বিলুপ্ত করলে কার সঙ্গে বসবে? সরকার পদত্যাগ করলে কি বাতাসের সঙ্গে সংলাপ করবে? মির্জা ফখরুল অবান্তর কথা বলে যাচ্ছে। তার কথায় বিভ্রান্ত হবেন না। দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ ও সংসদের বিলুপ্তি- এ তিন ভূত নামাতে হবে।’

মার্কিন ভিসানীতিকে আওয়ামী লীগ সরকার ভয় পায় না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। অপকর্ম করলে বিএনপিকে এর মূল্য দিতে হবে।

আন্দোলনে নেতা লাগে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে ঐক্যে নেতা নেই, মানুষ নেই- সেই আন্দোলন গণআন্দোলনে রূপ নেবে না। বিএনপির দুই নেতাই দণ্ডিত। একজন হাসপাতালে, একজন পালিয়ে লন্ডনে। প্রতিদিন সেখান থেকে অনলাইনে ফরমায়েশ দিচ্ছে। আদালতের রায় না মেনে টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ পাঠাচ্ছে। গণআন্দোলন চাইলে, গণআন্দোলনের ঢেউ চাইলে সৎ সাহস থাকলে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে- কে হারে, কে জেতে, দেখা যাবে। আমরা মাঠে থাকবো, মোকাবিলা করবো।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভবিষ্যৎবাণী করছেন, আওয়ামী লীগ নাকি ১০ শতাংশ ভোটও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে তারা বলেছিলেন, আওয়ামী লীগ ৩০টি আসন পাবে না। সেই নির্বাচনে তারাই ৩০টি আসন পেয়েছেন।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব) ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।


আপনার মূল্যবান মতামত দিন: