নারীর ক্ষমতায়নে ৪৭৪ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ জুন ২০২৩, ০৩:০৮

সংগৃহীত ছবি

দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে অনুদানভিত্তিক ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। এ চুক্তি অনুযায়ী নারীর ক্ষমতায়নে ৪৭৪ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক।

বুধবার (৭ জুন) রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (এনইসি) সম্মেলন কক্ষে এ চুক্তিতে সই করেন বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং ডেনিস রাষ্ট্রদূত এইচ ই মিস উইনি ইস্ট্রুপ।

চুক্তির কৌশলগত উদ্দেশ্য হলো- নারীর ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা। এছাড়া যুবকদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার উন্নতি করা।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মূল্যবান মতামত দিন: