বিদেশ থেকে দেশে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২১, ১৯:২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ হিসেবে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। 

মঙ্গলবার এভিয়েশন কর্তৃপক্ষের দেয়া নতুন নির্দেশনা অনুসারে ইউরোপ ও যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের করোনাভাইরাসের উপসর্গ না থাকলে ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে ইউরোপ ও যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। তাঁরা হোম কোয়ারেন্টিনে থাকতে পারবেন না।

এভিয়েশন কর্তৃপক্ষের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, ইউরোপ ও যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের করোনার উপসর্গ থাকলে অথবা করোনা শনাক্ত হলে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তাঁরা নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে পারবেন।

এ ছাড়া বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে দেশে ঢোকার সময় ও দেশ ছেড়ে চলে যাওয়ার সময় করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। যাত্রার ৭২ ঘণ্টা আগে এই করোনা পরীক্ষা করাতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন: