করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুশূণ্য দেশ

সময় ট্রিবিউন | ২২ অক্টোবর ২০২২, ০৬:৩০

ছবিঃ সংগৃহীত

দেশে গত ১ দিনে করোনাভাইরাসে আক্রান্ত ২১৬ জনকে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধদিপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮২টি ল্যাবরেটরিতে তিন হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ২১৬ জন। এসব নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ।

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪১১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৬৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 


আপনার মূল্যবান মতামত দিন: