জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শুরু

জামালপুর প্রতিনিধি | ৯ মে ২০২১, ০৪:০৬

ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে দু:স্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দুঃস্থ, অতিদরিদ্র, দুর্যোক্রান্ত, ভিক্ষুকসহ যোগ্য পরিবারের মাঝে জি.আর ও ভিজিএফ কর্মসূচীর আর্থিক সহায়তা নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ ৮ মে শনিবার দুপুরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামান আব্দুন নাসের (বাবুল)।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম, চরপুটিমারি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান (সুরুজ) মাষ্টার, রমজান ও ঈদ উপলক্ষে জি.আর ও ভিজিএফ এর ঈদ উপহার বিতরণে স্থানীয় ওয়ার্ড মেম্বাররা সহ ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রতি পরিবারে জি.আর কর্মসূচির ৫০০টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা ও ভিজিএফ কর্মসূচীর আর্থিক সহায়তা হিসাবে প্রতি পরিবারে ৪৫০টাকা করে ৫ হাজার ১৯৫ টি কার্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: