হিলি স্থলবন্দরে বাড়ছে গমের দাম

আফিফ আইমান | ২৬ আগষ্ট ২০২২, ২০:১৪

সংগৃহীত

দিনাজপুরে হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে গমের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা করে। ভারত থেকে আমদানি কমায় বাজার চড়া হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ভারতে দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে। তবে গম বিক্রি না করে গুদামে মজুদ রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বলে দাবি গম ক্রেতা ও সরবরাহকারীদের।

তথ্য বলছে, এক সপ্তাহ আগেও প্রতি কেজি গম ৩৬ টাকায় বিক্রি হয়েছে। তবে বর্তমানে একই গমের দাম বেড়ে ৪২ টাকায় উন্নীত হয়েছে। হিলি স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে গম সরবরাহ করেন রবিউল ইসলাম। তিনি বলেন, নৌপথে রাশিয়া ও ইউক্রেন থেকে গম আমদানি বন্ধের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ময়দা মিলগুলোয় ভারত থেকে আমদানীকৃত গমের চাহিদা অনেকটাই বেড়েছে।

বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরুর পর থেকেই চাহিদামতো গম কিনে ময়দা মিলগুলোয় সরবরাহ করে আসছিলাম। ভারত গম রফতানি বন্ধ করে দিলে গমের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছিল। পরে আবারো পুরনো এলসির গম রফতানি শুরু করায় বন্দর দিয়ে আমদানি বাড়ে। কমে আসে দাম। কিন্তু আবারো দাম বাড়তে শুরু করেছে। ফলে মিলগুলো গম ক্রয় কমিয়ে দিয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: