সরকারী নির্দেশনা না মেনে বাড়ি ফিরছে মানুষ

নিউজ ডেস্ক | ৭ মে ২০২১, ২০:০৭

ছবিঃ সংগৃহীত

ঈদের বাকি আর সপ্তাহখানেক। ঈদের আগে শেষ শুক্রবারে সরকারের নির্দেশ উপেক্ষা করে ঢাকা ছাড়ছে মানুষ। আন্তঃজেলা বাস বন্ধ থাকলেও নানা উপায়ে মানুষ বাড়ি ফেরায় বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকিও।

শুক্রবার গাবতলী বাসস্ট্যান্ডে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভীড় তৈরি হয়েছে। করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় মাইক্রো, প্রাইভেটকার, সিএনজিসহ নানা মাধ্যমে পাটুরিয়া ও আরিচাঘাট হয়ে মানুষ গ্রামের বাড়ি ফিরছেন। বেশিরভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্বও।

এদিকে, রাজধানীর ভেতরে গণপরিবহন চালু হওয়ায় কমেছে নিত্যযাত্রীদের ভোগান্তি। তবে যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত বাড়তি ৬০ ভাগের চেয়েও বেশি ভাড়া নেয়া হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: