বঙ্গবন্ধু “জনপ্রশাসন পদক-২০২২” পেলেন নারায়ণগঞ্জের ডিসি 

মোশতাক আহমেদ শাওন: | ২৪ জুলাই ২০২২, ০৫:১৭

সংগৃহীত

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ রাজু। মহামারী করোনা দুর্যোগকালিন সময়ে আমের রাজধানী চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

সে সময়ের চাঁপাইনবাবগঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীদের করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে অমানবিক পরিশ্রমের ফলে ডিসি মো. মঞ্জুরুল হাফিজ রাজু ‘দুর্যোগ ও সংকট মোকাবিলা’য় এ পদক দেয়া হয়েছে।

শনিবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ রাজুর হাতে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পদকপ্রাপ্তির পর ডিসি মঞ্জুরুল হাফিজ রাজু তার ফেসবুকে অনুভুতি ব্যক্ত করে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা। জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীদের করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে অমানবিক পরিশ্রমের দিন গুলোর কথা খুব বেশি করে মনে পড়ছে।

কৃতজ্ঞতা জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের সকল দপ্তর প্রধানের প্রতি। ধন্যবাদ জানাই চাঁপাইনবাবগঞ্জের

সকল স্তরের জনপ্রতিনিধিগণসহ, সাংবাদিকগণ ও আম ব্যবসায়ীগণকে। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক চাঁপাইনবাবগঞ্জের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত। এই অর্জনকে চাঁপাইনবাবগঞ্জের সকল জনগনের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।

উল্লেখ্য, এবার বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও ৪টি সরকারি প্রতিষ্ঠান। এবার ‘সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা’য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি দর্শন বহির্বিশ্বে ছড়িয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দারিদ্র্য বিমোচনে ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের ধারণা বাস্তবে রূপায়ণ করে ‘উন্নয়ন প্রশাসনে’ পানি সম্পদ মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছে। ভূমি তথ্য ব্যাংকের জন্য ‘সংস্কার’ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে পদক পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: