গাইবান্ধায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি | ৪ মে ২০২১, ২১:১৭

ছবি: সংগৃহীত

মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কর্মহীন এবং অসহায় মানুষদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আজ মঙ্গলবার (৪ মে) গাইবান্ধায় বিতরণ করা হয়েছে। ৩শ’ কর্মহীন অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, আলু ও সেমাই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপহার বিতরণ কমিটির সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রণজিত বকসী সূর্য্য, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও মাহবুব আলম কোর্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা পারুল, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ফারজানা নাহিদ শিমুল, শিরিন আরা শেফা, রওশন আরা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, সাবেক পিপি অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, জামিলুর রহমান জামিল প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, করোনাকালে অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও পৃথক পৃথকভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: