চাঁপাইনবাবগঞ্জে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

সময় ট্রিবিউন | ৩ মে ২০২১, ১৯:২৩

ছবি: সংগৃহীত

করোনায় দেশে চলমান লকডাউন পরিস্থিতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের দিনমজুর, রিক্সাচালক, পরিবহন শ্রমিকসহ কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নবাবগঞ্জ হরিমহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাও, এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন কর, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ মেসবাউল সাকের জ্যোতিসহ প্রমুখ।

করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলায় দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদান, ভিক্ষুক, তৃতীয় লিঙ্গসহ ক্ষতিগ্রস্থ ও কর্মহীন প্রায় ১৫০ জন মানুষকে তেল, চিনি, পেয়াজ ও মসুরের ডাল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, করোনাকালীন সময়ে অনেক কাজ হারিয়ে বাড়িতে বসে আছেন। তার কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ত্রাণ বিতরণ করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলমান থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন: