রাজধানীতে বৃষ্টি, জনমনে স্বস্তি

সময় ট্রিবিউন ডেস্ক | ৩ মে ২০২১, ০৮:৪৬

ছবিঃ সংগৃহীত

চলে যাচ্ছে এপ্রিল। দেখা নেই বৃষ্টির। শহরজুড়ে ব্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। প্রচন্ড খরায় পুড়ছে সারাদেশ। তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষ। তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বৃষ্টির সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাত।

রোববার (২ মে) রাত ১০টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকা এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। এসব এলাকায় মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে।

এদিকে একইদিন মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, চলতি মাসে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ও। সেই সঙ্গে আকস্মিক বন্যা এবং কালবৈশাখীও হতে পারে।এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: