‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২২, ০৭:১৭

শেখ হাসিনা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। 

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এ কনসার্ট শুরু হয়।

কনসার্টে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ৮টায় তিনি কনসার্টে এসে উপস্থিত হন। কনসার্টে প্রধানমন্ত্রীর উপস্থিতির পর শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনা।

বিকেলে কনসার্ট শুরুর পর প্রথম পারফর্ম করে ব্যান্ডদল মাইলস। এরপর আসেন মমতাজ বেগম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি বাধায় থেমে যায় কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ।

জানা গেছে, দ্রুতই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রাত ১২টা পর্যন্ত প্রায় ২০০ সহশিল্পী নিয়ে পারফর্ম করবেন অস্কারজয়ী এই সংগীতশিল্পী। পুরো দল মিলে ৩৫টির মতো গান পরিবেশনের কথা রয়েছে তার। গাইবেন বাংলা গানও।


আপনার মূল্যবান মতামত দিন: