বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রীর, আগ্রহী অস্ট্রিয়া

সময় ট্রিবিউন | ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৯:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশে বৃহত্তর বিনিয়োগের জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেল ৪টায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ফোন করলে প্রধানমন্ত্রী তাকে বলেন, 'বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।'

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২ নেতা ফোনে প্রায় ১০ মিনিট আলোচনা করেন। টেলিফোনে কথোপকথনকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য অস্ট্রিয়ার সরকার প্রধানকে ধন্যবাদ জানান। চ্যান্সেলর ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন এবং কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

-বাসস



আপনার মূল্যবান মতামত দিন: