ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ভিপি নুরকে অব্যাহতি

সময় ট্রিবিউন | ১৪ অক্টোবর ২০২১, ০০:০৯

ছবিঃ সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাবেক ভিপি নুরুল হক নুরকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

বুধবার (১৩ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন তদন্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতির এ আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ফরিদা পারভীন লিয়া।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে ‘দুশ্চরিত্রা’ বলেন। ভিডিওতে তিনি বলেন, “ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে ‘দুশ্চরিত্রা’। ধর্ষণের নাটক করছে স্বেচ্ছায় একটি ছেলের সঙ্গে বিছানায় গিয়ে।” এ মন্তব্য বাদীর জন্য অপমানজনক ও মানহানিকর।  


আপনার মূল্যবান মতামত দিন: